Sanjay Karmakar
badge icon
Founding Members
· YoecatSstledripoadnay rsatn 5:5hsaSl0ors aePMndcehmt  ·
""ললাট দান", পঞ্চম পর্ব"
(আসরের বরেণ্য কবি শ্রী শ ম শহীদ সাহেব মহাশয় এই কবিতাটি লিখতে আমাকে যারপরনাই প্রোৎসাহিত করেছিলেন, তাই ললাট দানের এই পর্ব-টি তার প্রতি উৎসর্গ করিলাম শ্রদ্ধাজ্ঞাপন উদ্দেশ্যে)


মুজিব মানে মুক্ত দিশা
মুক্ত মনের গান;
মুজিব মানে জাতির পিতা
অমোঘ অবদান।


মুজিব মানে আশার কিরণ
ডুবলো যেথায় তরী;
মুজিব মানে পণ ফরিয়াদ
লক্ষ্য স্বাধীন তার ই।


মুজিব মানে দেশো-প্রেমের
ঈমান ধরা খাঁটি
মুজিব মানেই একটি দেশ
একটি স্বাধীন
জাতি।
____________________________________
(প্রথম পর্বটিই আজ প্রাধান্য পাবে। আগের পর্ব সকল এ পাতায় রেখেছি ভবিষ্যতে আমার প্রকাশনার সুবিধার জন্য তবে কেহ ইচ্ছা হলে পাঠ করতে পারেন)
___________________________________


"ললাট দান"


বাংলা দেশের আকাশ বাতাস সবের মাঝেই তিনি
বীর বঙালি অমর তুমি আমরা তোমার ঋণী।
বাংলা দেশের আনাচ কোণাচ তোমার সে ঘ্রাণ বহে
আকাশ বাতাস ভূম ও সাগর তোমার
কথাই কহে।


ধান্যে তুমি কনক রাজি হীরে মোতির ঘ্রাণ
যেদিক তাকাই তোমায় দেখি তোমার ধরা গান।
পুষ্পে তুমি বর্ণ তোমার রবির কিরণ শোভা
চর্তুদিকেই তোমার ছবি দীপ্ত
তোমার প্রভা।


জাতির জনক কনক তুমি শ্রেষ্ঠ তুমি বীর
তোমার দানের বাংলা ভূমি উচ্চ মোদের শির।
এই দাদাটি কেনই ভাবি পায় না তোমায় খুঁজে
ললাট যেথায় তোমার সে দান; ধন্য
তোমার দান।


"ললাট দান", দ্বিতীয় পর্ব


সোনার আলোক ঢেউ খেলে যায় অবাক চোখে চায়
দিব্য সে ভাব সৌম্য সাথী মুজিব ডানে বায়।
উপর নিচ গগন তলে প্রলম্বিত বীর
চাঁদ তারা সব নম্র নমিত; চুমতে
তাহার শির।


তার সে নীড়ে পদ্মা মাতে বইতে তাহার তল
বিবিধ জাতি ধর্ম বিবিধ প্রাচুর্যতার ঢল।
ঊর্মি মালায় মালায় গাথা তার সে ইতি কথা
তাহার নামে সূর্য উদয় চন্দ্র
আলোক দাতা।


বিভায় তারি গগন ভারি অন্ন তাহার দান
ভুলতে নারি গাইতে তারি তার সে অবদান।
রজত সেথায় কান্তি হারায় কনক হারায় দ্যুতি
পান্না মানিক লাজ সে নীড়ে; অমোঘ
তাহার জ্যোতি।


উন্মিলনের দিশার সাথী বাংলা মাতার তাজ
উদার মায়ের স্নেহের সে ধন মুজিব তাহার রাজ।
বিহঙ্গের ঐ কূজন তাহার গাইতে তার ঐ গান
তাহার ছায়ায় ব্যাপ্ত ভুবন; ললাট
তাহার দান।


"ললাট দান", তৃতীয় পর্ব


বহ্নি শিখায় প্রকাশ তাহার বীর্যে অনল তিনি
দাবানলের খর সে তাপিত তোমায় মোরা চিনি।
আকাশ উঁচু নাদ সে তোমার অগ্নি পুরুষ প্রাণ
বাংলা দেশের বৃক্ষ লতায়; জড়ায়
তোমার নাম।


মেঘনা তুমি কালনা তুমি যমুনার ওই জল
তোমার চরণ চুমতে ধারায় বইছে অবিরল।
দীপ্ত তুমি উচ্চ তুমি কণ্ঠ তোমার সুর
বাংলা তোমার সাধের সে রণ; পাক
করিতে দূর।


নিনাদ তোমার ভাঙলো জাতি কুম্ভ সে তার ঘুম
জাগলো দেশে স্বদেশ সে প্রেম জাগলো লতা দ্রুম।
টুটলো জাতি বইতে রুধির মুষ্ঠে লয়ে প্রাণ
লগন সে তার গাইতে তারা; স্বাধীনতার
গান।


স্বপ্ন পুরুষ রও সে তুমি হৃদয় দ্বারকায়
তোমার সে ঋণ পূরণ কভূ; কভূই হবার নয়।
গাইছি রবে গাইছে সবে প্রেম সে তোমার গান
ধন্য তুমি ধন্য ভূমি; ললাট
তোমার দান।


"ললাট দান", চতুর্থ পর্ব


বাংলাদেশের কোণার কোণায় তার সে নিনাদ বয়
ভায়ের মায়ের ভালোবাসা সিক্ত হেথায় হয়;
মধুর সে সুর পদ্মা বহে শুদ্ধ সে জল তার
বাংলা মানে সোঁদা মাটির; ঘ্রাণ সে
একতার।


সে ঘ্রাণ অমোঘ বক্ষে ধরি অটল যে হয় পণ
ভুলতে নারি ঝলক তার ই জীবন আমরণ;
জ্যোতিস্কের ওই পরম সে ধাম কালে কালেই ঋণী
হেথায় মুজিব মহান সে প্রাণ; ধন্য
যে হয় ভূমি।


প্রশান্তির ওই দিব্য সে ছায় হরিত শ্যামল কায়
সাগর হেথায় মিলন মেলায় অরূপ হেথায় ধায়।
জননীর ওই চরণ রাঙা কোমল সে তার তন
দিব্য সে তন জড়ায় মুজিব; তাহার
আরাধন।


তাহার গানেই ঝর্ণা ছোটে মিলন সুধার পানে
মহিমা তার ওই বর্ণনে পিক সুরের ধ্বনি টানে।
পুষ্প কলি আর সে অলি গুঞ্জনে গীত গায়
অভিরূপের শীতল সে ছায়, মলয়
বাতাস বয়।


দিগন্তের ওই রঙিন আভায় সূর্যোদয়ের পথে
তাহার স্মরণ লই যে মোরা দিন কিবা রাত প্রাতে।
এ দেশ ভাষার এ দেশ ভাসার বীরের স্তুতি গান
ধন্য যে হই জন্মে এ ভূম; ললাট
তোমার দান।