বস্তা ভরা টাকার থলে সখ্য সুখের তায়
ন্যায় নীতি যার অন্ধকারে বড়ই অসহায়।


সামনে বাবু সাহেব সুবো চরণ সবাই সাধে
পিছন পানে দেয় যে গালি ঘৃণায় বাবুর বোধে।


সত্য সেবক নাই বা বিষয় ধনের গরিমা
শান্তি তাহার হৃদয় চুমে ইহাই করিশ্মা।


ভ্রান্তি যেথায় ছলের আকাশ অহং যাহার  প্রাণ
ইহ কিংবা পর-লোকেতে নাই রে শ ম মান।


দুঃখ কেনই করিস বাছা ইহাই মানবতা
বৃথাই জীবন হয় রে তাদের বৃথাই কাদা ঘাটা।  


বিঃদ্র- লেখাটি প্রিয় কবি শ.ম. শহীদের গতকাল প্রকাশিত কবিতা,"এখন শুধু পস্তাই", কবিতায় মন্তব্য করতে গিয়ে এই মুহূর্তেই লেখা।