Sanjay Karmakar
  ·   ·


ধর্ম নাদে শক্ত ফাঁদে শোন রে বাছা বলি
ডঙ্কা মারি লুট কামারি হচ্ছে মানুষ বলি।


তুই ক্যাবলি গাইলে হবে মানবতার জয়
আজ যে কলি হচ্ছে সদাই মানবতার ক্ষয়।


বার্মা কিবা কোরমা কিবা ইরাক সিরিয়া
দ্যাখ না ক্যামন চলছে কামান দ্যাখ রে সেথায় গিয়া।


লঙ্কা লবন মিছরি আদায় মিষ্টি টকের শো
বিশ্রী কিবা কু-শ্রী সবই, এমুনতরাই গো!!


বিবর্তনের চাকায় গ'লে মানুষ সে আর ভাই!
ধর্ম রথে বিজয় কেতন, মানবতাই নাই।


বিঃদ্রঃ লেখাটি দিন কয়েক আগে প্রিয় কবি রামবাবু সেন এর কোনো এক কবিতায় প্রিয় কবি শ.ম. শহীদের কাব্যিক মন্তব্যের উত্তরে প্রিয় কবি রামবাবু সেন এর লেখার কমেন্ট বক্সে লেখা।