পুরুষ শাসিত সমাজ প্রথা
শোষণ পেষণ জাতার কল;
নারী যেথায় পণ্য সমান
ভ্রান্ত নীতি দিশার
ফল।


ঐক্যতানে সুর বাঁধিতে
গড়তে সমাজ সুস্থ সবল;
নারী পুরুষ সমান বিধায়
বন্ধ যে চাই গরল
ছোবল।


ফরমানেতে বিঁধতে তারে
বোরখা আদি প্রাচীন প্রথা;
লাঞ্ছনা আর গঞ্জনাতে
পণ্য যেথায় নারীর
গাথা।


পিছিয়ে সে জাত যুঝতে নারে
আর দুনিয়া থাকেই দূরে;
তাই বলে যাই কাব্য গাথায়
পণ ধরি আজ ফেলব
ছুড়ে।


নারী যেমন মায়ের জাতি
দুর্গা কালি তেমন তারা;
জাগলে সে জাত জেনেই রেখো
হতেই পারে অসুর
হরা।


আজ দুনিয়ায় কোণায় কোণায়
সফল তারা সকল দিশায়;
আকাশ তারা গগনচারী
নিপুণ তারা হর এক
পেশায়।


ওঠো জাগো পুরুষ সকল
দিতেই তাদের মান্যতা;
কোণায় কোণায় দেশ বিদেশে
আনতে শ্যামল
সাম্যতা।


বি।দ্র;  দিন দুয়েক পর থেকে আসরে সময় দিতে পারবো বলেই আশা প্রকাশ করছি। ধন্যবাদ ও শুভকামনা রইল।