Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Founding Members · 3tSfdn cuponsohreards ·
"মাভৈঃ মাভৈঃ"
.
সেদিন রাতে হটাত আমার
আত্মা গেল ক্ষেত আর খামার,
উড়ছি আকাশ সো সো করে
নাই কো বিরাম যাচ্ছি দূরে।
উপড় নিচে আস্তে জোরে
যাচ্ছি না তো ভারেই
পড়ে।


অট্টালিকা দিচ্ছি পাড়ি
নাই কো কমা নাইকো দাড়ি,
ভাবছি নাম দিবই দিব
অলিম্পিকে মেডেল নিব।
লম্বা এবং উঁচু লাফে
রেসটি দিব হার্ডল
টাফে।


দেশ দশেতে চিনবে আমায়
মেডেল সেডেল আনবো কামায়।
বাপ মায়েতে বাসবে ভালো
বাপ তো নাই মনটা কালো।
হাট বাজারে অনেক উড়ে
চলেই গেছি অনেক
দূরে।


খাল বিল আর নদীর উপর
উড়তে ছিলাম ঝপর ঝপর।
মেঘের দেশের শীতল হাওয়া
তার মাঝেতে খাঁবি খাওয়া।
মন প্রাণেতে খুশির দোল
মাভৈঃ মাভৈঃ উচ্চ
রোল।


রক্ত লহু সুরার টানে
উড়ছি আমি গগন পানে।
হটাত বিরাম উড়ার তানে
ফেরত এলাম বাড়ির পানে।
আত্মা যেই ঢুকলো গিঁথে
স্বপ্ন আমার গেলই
ছুটে।


তাকিয়ে দেখি দরজা খোলা
মদের বোতল পুরাই
গেলা।