"প্রতিধ্বনি"


নদী সে কয় না কথা
কুলু কুলু রব ধ্বনী
কভু শান্ত কভু অশান্ত
যেন জীবনের ই
প্রতিধ্বনি।


কভু হর্ষ বিষাদে কত না
মেতেছি জীবন গানে;
কভু অশ্রু আনন্দ
ফাগুনেতে মেতেছি গানে
প্রাণে।


বিষাদ কতনা ছুঁয়েছে হৃদয়
কান্নার ঘন রোল;
বিদায়ী বিদেহী আত্মার তরে
কতনা রোদন
বোল।


হাহাকারে প্রাণ শুস্ক মরুতে
মেঘের দেখাতে নাই;
আনন্দ কভু জীবন রাঙানো
কতনা দেখিতে
পাই।


নদীতে ধ্বনিত প্রাণের বিম্ব
কভু উঁচু কভু লয়;
মেনেছি মেতেছি নদীতে পরাণ
গড়িতে সুখের
নিলয়।


"প্রাণ"


মার খেলে গাল পাতি না যেন
ইহাই করিতে পণ, দ্বিধা নাই ,
নাই নাই নাই যদি, দিতেই বাজি
দেশের তরেতে
প্রাণ।