“বিষ”
(লেখাটি তিন টি রুবাইয়্যাৎ এর সমষ্টিতে গড়া)


(এখানে সাকি বা প্রিয় হলেন মুর্শিদ আর সুরা বা শরাব হচ্ছে দিব্যজ্ঞান/পথের দিশা বা মুহব্বত-মা’রিফত)


আজ কে তোরা মারতে পারিস অন্ধজনে দিস না ঠাঁই
ধন বলিয়ান গর্বে তোদের করুণ বেহাল দেখতে পাই।
বাতাস যখন ছাড়বে এ তন দেখবি অনল গন গন গন
আল্লাহ পাক বাঁধবে তোদের, জাহান্নমে দিতেই ভাই।  


শরাব সুধা দূর ঠেলে দিস রইতে জীবন রহিস সহিস
ধন মদিরায় মত্ত সবে আর ললনায় বাজাস শিস।
শেষ বিচারের দিনটি যবে হিসাব তোদের সবার হবে
তার দ্বারেতে ঠাঁই পাবি নে, জাহান্নমের গরল বিষ।


আজ ডেকেছি আয় তুলে নে দিব্য জ্যোতি শরাব প্রাণে
জয় জয়োগান মানবতার বিবেক বোধে সাকির ধ্যানে।  
তওবা সে ধর নাজাত লাভে, তার ওই দয়া পাইতে ভবে
ফিতরা প্রদান আর পরিত্রাণ-ধর সে তান মনে প্রাণে।