“সুবাস”


ও বোহেনা ও বোহেনা, মনে কী পরে না
এতটুক!
কী বা সার সংসারে ভবের দুয়ারেতে;
কী বা সুখ কী বা
দুখ।
এসেছি হেথায় চলে যাব সবে সেথা
অনন্ত অসীমেতে;
কাল সে অমোঘ দ্বার
দয়া নাই, দয়া নাই, টেনে
নিতে।
তারি সৈকতে মেতে মৌতাতে
স্বপ্নের গড়ি গড়;
কাল সে তো থামে না তো
কভু থামে না তো
অতঃপর।
একদিন নাহি রবে কায়, বিধাতায়
রচিতে সে বনমালী;
কুড়ায়ে নেবে সে পরম হংস
মিলে দিবে তারি
ডালি।
সে ডালিতে সাজাতে কফিন
টেনে নিবে কোলে
ওই সে পারেতে বৈতরণীর
শেষ খেয়া
তলে।
সেদিন দুচোখে দু ফোঁটা
অশ্রুর অবকাস;
রবে কী মুক্তার দল বহিতে
সুবাস!


(কেন যেন আজ তোকে খুব মনে পরছিল, লেখাটি চোখে পরলে ফোন করিস)
আমার আগের ফোনটা সিম সমেত হারিয়ে গেছে। ওই নম্বরটা এখনো নেই নাই। অন্য একটা সিম নিয়েছি। নতুন নম্বর ৯৬৪৭২০৭৪১১ (ভোম্বল)