"পণ"


(শহরে আমার পাশের ওয়ার্ডে রাস্তার পাশের অঙ্গনেতে এফ সি আই গোডাউন এর প্রাচিল ধরে প্রায় ৪০০ মিটার বাই ১০ ফুট জায়গা ধরে সুসজ্জিত বাগান করা হয়েছে। সুসজ্জিত গ্রিল  দ্বারা তা আবৃত। মনমুগ্ধকর। অনেক রকম গাছ সেখানে লাগানো হয়েছে। আছে হেজ। সেই ওয়ার্ডের ছেলেদের খুবই গর্ব। দুদিন ধরে আমাকে বলছিল এটা নিয়ে একটা লেখা লিখে দিতে। সেখানে লাগাবে। তো আজ লিখে দিলাম দু শিটে অনেক বড় করে আর সেটা ল্যামিনেশন ও করে দিয়েছি। সেই লেখাটিই আজ প্রকাশ দিলাম। )


আমরা সবুজ আমরা নবীন
          গড়বো মোদের শহর মোরা
শ্যামল বীথি ঝুমকো লতায়
                    স্বর্গ সম মনোহরা।
বাগ বাগিচায় ফুটবে কলি
                  পথ পার্শ্বে অঙ্গনেতে
ক্লান্ত পথিক শান্ত হবে
              হর্ষেতে প্রাণ নয়ন মেতে।


প্রাণ বায়ুতে ভরবে আকাশ
            গাইবে পাখি মধুর সুরে,
নয়নাভিরাম সৃজন শোভা
             স্পন্দনেতে হৃদয় জুড়ে।
রইবে নাকো মলিন শুচি
              নোংরা কী বা আবর্জনা
প্রাণ মিতালী গড়বো শহর
                     পণ গো মোদের
              রক্তে বোনা।