“ভারতমাতা”


ভারত ভূমি গরবিনী
     ধন্য যে শির, উচ্চে ধরা
শহর নগর গ্রাম সে ভূমি
      সবুজ শ্যামল মনোহরা।


শৈল শিখর উত্তরেতে
      দক্ষিণেতে সাগর শোভা
জাহ্নবীতে হৃদয় মাতে
    সুবাস তারই বয় যে প্রভা।


ধর্ম জাতি মিলন সেতু
        মানবতার তীর্থ ভূমি
অঙ্গ তারই কোমল অতি
   জ্যোছনা বারি যায় যে চুমি।


নদ নদী প্রাণ বইতে উছল
       মিলতে সাগর সঙ্গমেতে
শ্যামল সে ভূম স্বর্ণ ফলে
   তার ওই ধারে সোনার ক্ষেতে।


বিশ্বজনীন দেশ সে আমার
        গর্বেতে রই জন্মে হেথা
ঐক্যের গান বক্ষে ধরি
      ধন্য আমার ভারতমাতা।