"তাই কী?"


“সবই বলে কৃতকর্মের পরিণাম”, তাহলে
ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কী এমন পাপ করেছিল যে
বন্য শ্বাপদের হিংস্র থাবায় ক্ষতবিক্ষত হয়ে
নিশ্চিহ্ন হতে হল ধরিত্রীর
বুক হতে।


বিচারের বাণী নিঃশব্দে নিভৃতে কেঁদে ফেরে প্রান্তর।
হে ঈশ্বর কবে বোধদয় হবে তোমার!
রজ্জুর প্রান্তে দাঁড়ানো তোমার অস্তিত্ব!
তুমি আছো কী নাই, আজি
পরীক্ষা ভগবান।


ছেলেবেলা থেকে শুনে এসেছি আর বিশ্বাস করতাম,
"যা হয় তা নাকী ভালোর জন্যই হয়।"
কী ভালো হবে এতে দেশ জাতি মানুষের!
যে কুসুম কলি দল না মিলতেই
বিলীন হয়ে গেল হিংস্র আদম খোরের
জঘন্য আক্রমনে।
বলতে পার, বলতে পার ভগবান?


তোমার পাষাণ মর্মর শিলায়
আর্ত মানুষের মর্মভেদী হাহাকার ধ্বনি
টলাতে কী পারে তোমার অন্তর!
শুধু বেদনার প্রান্তরেই কী তুমি বেঁধে রেখেছো
তোমার ইজ্জত?


ভয় পাও, ভয় পাও তুমি,
সুখের পরিধি বিস্তৃত হলে তোমার দরবারে
ঘন্টা বাজাবার রইবে না আর কেউ। তাই কী!
তাই কী?