"জন্মদিনের আবদার"


(জন্মদিনে আমাকে মোবারক বাত দেবার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ । চোখের পানি ছাড়া আপনাদের আমার আর কিছুই দেবার নাই। কিন্তু গিফট হিসাবে অবশ্যই কিছু চাইছি কবিতায়। আশা রখি আপনারা সকলেই তা দেবেন আমায়)


চাহি নাহি গাহি নাহি
     ভিক্ষার ঝুলি হাতে
দেহ দয়া দীনজনে
     নিশি কিবা ধরা
প্রাতে।


সৌম্য সে ঋষিরাজ
    হৃদয়েরই কাননেতে
আলো প্রভা জ্যোতি তাহে
     দানিল সে মনো
মেতে।


সেই ধারা ফল্গুতে
   বহিতে সে পারাবার
কর্মেরই আলয়েতে
             বৈভবে হই
পাড়।


নাহি মাগি কণা সম
        বিত্ত কী দয়া দেহ
দুখ জ্বালা নিকেতনে
         প্রেম মোরে দানে
দিও।