“মোল্লার দৌড়”


মোল্লার দৌড় মসজিদ তক
গণ্ডি বাঁধা জান
চৌহদ্দিতে মহান সে জন
তার বাইরেই
ম্লান।


মূর্খ সে জন মোড়ল ভাবে
চক্রব্যূহ রচে
অন্তে সে জন ভিলেন যেমন
গুহার ভিতর
বাঁচে।


বাঁচা কী গো অত সোজা
জাগলে জনগণ
পেদান খেয়ে ছাল খোলে তার
লুপ্ত যে হয়
মান।


চলুন দাদা আদা জলে
সেবন করে নিন
জন জাগরণ কাব্য রচি
এক করি রাত
দিন।


“জবাই”


সব জেনে পান, করছে সবাই জানের ভয় মোটেই নাই
তাল তোবা সব হারিয়ে ফেলে তামাক তাদের রোজই চাই।
নিত্য দিনেই শক্তি ক্ষয়
কর্কট রোগ বাসা বাঁধায়,
সব জমানো ধন যে তাদের, পথ্য তরেই হয় জবাই।