"বিমোচন"


আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম
         এ দ্বার হতে ওই সে দুয়ার
ভালোবাসা প্রেম ভাবনার
         সুখ দুঃখ আর বেদনার।
আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম
         এ দ্বার হতে ওই সে দুয়ার।


সিংহ দ্বারে ফেলাই ঝুলি
         ভিখ মাগিতে বিন্দু খানিক
চৌকাঠ তার হীরক খচিত
         পান্না মোতি রত্ন মানিক।
চার সে সিপাই উর্দি ধারি
          প্রহর দ্বারে তীক্ষ্ণ আঁখি,
শস্ত্র সনে রক্ত আঁখে
      ডাকলো আমায় জোর সে হাঁকি।


থর থর থর কাঁপলো হিয়া
        মিটলো সে আশ বুজলো দিয়া,
চর অপবাদ মাথায় দিয়া
                ওই সে কারাগারে,
আমি ভিক্ষা করে ফিরতেছিলাম
          এ দ্বার হতে ওই সে দ্বারে।


রত্ন খচিত সিংহাসনে
          রাজ সে তেজে বেশ ভূষণে,
কহিল;   অভিপ্রায়?
জোড় করে হাত লই সে বুকে
           প্রাণ প্রণিপাত তার সম্মুখে;
কহি; ধন্য আমি আজ;
           চর সে বাদী বিচার কেন
শুধাই মহারাজ!


রাজন কহে;
দূত আমি তার; পরম পিতার;
           তার স্থলেতে অন্ন দাতার,
তারই হিসেব ধরি;
           পাপ পুণ্যে সঠিক বিচার
নাই ভুল নাই, নাই অবিচার
            রাজ্য মোর ওই গড়ি।


অশ্রু সজল রুদ্ধ বুলি
           পূর্ণ হলো মোর সে ঝুলি
     ভাঙলো যে মোর ভুল;
         ধন ধনী আর রাজন মানি
ছল কপট আর হিংস্র যোনি
             যেমন দানব কূল।