"শ্রদ্ধাঞ্জলি"


তোমাদের কথার জাদু-শোন রেশ মুগ্ধতার ওই
আঁখিধারা বইতে চলে-মন প্রাণে ধন্য
হই।
আকাশের সেই সিতারা বাজে প্রাণ সুবাস ধারা
গন্ধরাজের দেশ মানেতে, যেন প্রাণ আকুল
করা।
কত শত ফুল সে ফোটে হৃদয়ে কূলের ঘাটে
তারি মাঝে একটি কলি, ছবি আঁকি পথে
পথে।
পথ সে কঠিন শিলা-উঁচু নীচু বিধুর টিলা
মর্মরে প্রাণ আঁকতে সে রব, হৃদ মনেতে
আত্মভোলা।
কিছু নাই ধন্য ভবে কে কবে অমর রবে
ভাবি তাই হিংসা ও দ্বেষ, বিষয়েতে কী বা
হবে।
দিকে দিকে হিংসা দ্বেষে-ঝরে প্রাণ দেশে দেশে
রুধির ধারা বইতে হৃদয়, ভরে মন
অবসাদে।
তাই গান বন্ধনের ই গলা ছেড়ে গাইতে ধরি
দ্বারে দ্বারে ঘুরতে পথে, মমতা সে প্রাসাদ
গড়ি।
তোমাদের হৃদয় দ্বারে তোমাদের কথার তোরে
বাঁধতে তরী স্নেহের মহল, রাত কী বা দিন
সাজ সবেরে।
জোড় সে ধরি প্রণাম করি-ধন্য আসর কবিতার ই
হিংসা ও দ্বেষ, দূর সে অনেক
সন্দেশেতে পাখনা
মেলি।