"চলকে যাব না"


চলকে যাব না, চলকে যাব না;


তুফান ভারী আকাশ প্রলয়
বজ্রতে প্রাণ শিখা,
পাল ভাঙা দাঁড় বইতে তরী
সাহস বুকে
লেখা।


ঘূর্ণিত ঝড় উড়ায় যদি
ঘর ভেঙে দেয় চাল,
কালবোশেখীর মত্ত বাদল
আগুন চোখে
লাল।


ভয় ভীত নই শোন রে মাতা
সাহস বুকে বল,
বইতে পারি সইতে পারি
ছাড়তে নারি
হাল।


চলকে যাব না, চলকে যাব না


তুফান ভারী আকাশ প্রলয়
বজ্রতে প্রাণ শিখা,
পাল ভাঙা দাঁড় বইতে তরী
সাহস বুকে
লেখা।


সাহস বুকে লেখা, সাহস বুকে
লেখা।



ইট দিয়ে গড়া বাড়ি
শ্রমিকেরা গড়ে,
রাজা রানী দাস দাসী
সেথা বাস
করে।



ঈশ্বর যিনি খোদা আল্লাহ সে
বুক ভরা বেদনা, ওহে প্রভু হে;
নানা মত ধর্মেতে, করে দিল
কে?