"নারী"
(আন্তর্জাতিক নারী দিবশ উপলক্ষে লেখা)


আরও কিছু পিছু পিছু আগে পিছে বয়ে চলে
বেদনার ফল্গুতে নারী সে তো রয়
জলে।
বিশ বাঁও তলে রয় পুরুষেরই ধরাতল
বঞ্চনা ছলনাতে আসুরিক
কোলাহল।
কোলে যারে ধরেছিল সে তো আজ বহু দূর
লাঞ্ছনা গঞ্জনা নিত্য সে বাজে
সুর।
সুরোগানে মদিরাতে মাতে সবে পুরুষালী
কৌশলে ছলে বলে নারী সবে দেয়
বলি।
দহনেতে অনলেতে ফেলে দিতে দ্বিধা নাই
ধর্ষণে নিতে প্রাণ নির্ভয়া কাঁদে
তাই।
যুগে যুগে কালে কালে অবহেলা মেলে তার
দিকে দিকে ক্রন্দন বুক ফাঁটা
হাহাকার।
কবে তারা মান দিবে নারী মাতা শক্তিকে
জানি নাই এসো চলো রাখি তারে
ভক্তিতে।
ভরাডুবি হয় যদি, যদি প্রাণ দিতে হয়
নারী মাতা রক্ষায়, নাই প্রাণে কোনও
ভয়।