“বিচ্ছেদের ইতিহাস”


ঝড় তো প্রতিদিন ওঠে প্রাত্যহিক জীবনে
তা ফণীর মতই বা তার চেয়েও বিষাক্ত।
চুরমার করে দেয় হৃদ মনন
ভেঙে ফেলে দেয় বিশ্বাসের শক্ত ভিত,
পায়ের নিচের মাটি সরিয়ে
ঘূর্ণির প্রবল ঘাত আর বিষাক্ত নিশ্বাসে
নিমেষেই উড়িয়ে ঘুরিয়ে ছুড়ে ফেলে দেয়
ভালোবাসার স্তম্ভ।
দম্ভ আর অহঙ্কার শুধু জেগে রয়
দিক চক্রবালে।


কখনো কখনো
ক্রুরতার সে তুফান, ধীর লয়ে
শক্তি সঞ্চয় করতে থাকে পলে পলে।
অন্তিম কশাঘাতে তছনছ করে দেয়
সাজানো ফুলের বাগান।
ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয় অঞ্চল
মেরুকরণ সমীকরণে লেখা হয়
বিচ্ছেদের ইতিহাস।


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)
“The history of separation”


The storm hit each and everyday life
It is as poisonous as the snake or more.
It breaks down the heart and the soul
Smashed faith;
Remove the soil beneath the feet.
The extreme force of the vortex torque and
Its poisonous breathing
Threw the sense of love away
In seconds.
Vanity and the arrogance only
Stands high up to the
Skyline.


Many of the cases
The cruel storm increases its strength
Slow and silently and
In the extreme it shredder and smashed
The garland of the bindings.
To write the equation of depolarization
The history of
Separation.