"পথ"


গরমেতে
ঘরমেতে
দরদর
ধারাতেই!
যেন আছি
তেলের ওই
ফুটন্ত
কড়াতেই।
বন বন
ফ্যান ঘোরে
গুন গুনে
মশা;
প্রাণ যেন
হাতে রয়,
যায় নাতো
বসা।
হাপরেতে
ধরা প্রাণ
ভাবি কেন
গ্রীষ্মটা?
নানা কয়
কাঁঠাল কী
খাবি কীনা
তাল গোটা!
বলি না না
ওরে নানা,
হুলে বিঁধে
দিও না গো,
তাল ছাল
ভুলে নানা
কেনো নাগো
এ সি ওগো।
যদি মাথা
গরমেতে,
নানি ধরে
বায়না,
থর হরি
কম্পনে,
জুরে দেয়
কান্না!
তখনও কী
ছাই পাস
বলে নানা
পাড় পাবে,
থলে ভরে
টাকা নিয়ে
এ সি নিতে
দৌড়বে।
দবদবে
গরমেতে,
নানা মুনি
নানা মত;
এ সি তেই
শুন নানা,
এ সি ছাড়া
নাই পথ।