"বেদনার ইতিহাস"


আধুনিকতার গ্রাসে মেদিনী, রুক্ষ বঞ্জর প্রান্তর
সাবেকিয়ানা থেকে অনেক দূর,
দূরে চলে গেছে মন অন্তর.........।
বঞ্জর সে ভূমে প্রষ্পুটিত হয় না  
কোনও কুসুম কলি।
কাঁটার তীব্র আঘাতে রক্তাক্ত হয় বসুধা,
স্বল্পবসনা আধুনিক নারী মানে না কোনও শৃঙ্খল;
উশৃঙ্খলতাই জীবনের অনুশাসন, আদিমতাই প্রবাহ
আর লালায়িত রসনাই হল
গতি।
হিংসা আর বিদ্বেষ হলাহলে
লোহিতের ধারা বহে দিক দিগন্তে।
দিক চক্রবালে লেখা হয়
অরাজকতা।
যুদ্ধের নিনাদে নিনাদে শঙ্কিত বসুন্ধরা।
হায়েনার রাজে প্রতি মু্হুর্তে ভুলুন্ঠিত হয়
মানবতা।
বর্বরতার করুণ ইতিহাস লেখা হয় ঘরে ঘরে
দেশে দেশে, দিকে দিকে।
এই কী , এই কী উন্নতির চরম শিখর!
প্রশ্ন জাগে মনে।
ক্ষত বিক্ষত হৃদয়ে লিখে চলি বেদনার
ইতিহাস।


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)


“Screams history”


Humanity has swallowed by the modernity
Heart and soul of human has became cruel and
It has gone away, gone away too far,
Removed from modesty,
Nothing good could sprout in such desert
Dejection, that we could only deserve.
The world has got pain with thorn
There are bloody scenario each and every night and
In the morn.
Ladies are almost unclad,
With a little wear they are glad.
They are wild in nature having no Kilter,
Adultery they think the way of modernity
In their home and in shelter.
Poison of jealousy and hatred is overwhelmed human mind
Water of the river has become reddish with the flow of blood and
The horizon too, with such bloody wind.
Entire the race is afraid of war
Each and all here and there
Humanity is being looted by the hyena
In dynasty, where they are.
The cruel history of barbarism is written in each house
Country, towards the side
This key, this key is the key to peak of progress!
The question arises.
Writing in the heart of the wound screams
History.