“ফুঁ আর কে দেবে বলুন?”


আজকের যুগে সর্ষের মধ্যেই ভূতের বাসা
রঙিন চটুল মোড়কে চলে
বিজ্ঞাপন।
গাঢ় কুহেলিকায় ধরা দিক হতে দিগন্ত
কুজ্ঝটিকার ঘন সে আস্তরণ ভেদ করে
সাধ্য কার!
তারি মাঝে জাল বিস্তার করে চলে
মাকরসার দল।
আসমুদ্র হিমাচল বিস্তৃত সে জাল ভেদ করা
দুস্কর দুঃসাধ্য।
বেড়ালের গলায় ঘন্টা ঝোলাবার সাধ্য কার!
সে তো মৃত্যুরই সামিল।
গড্ডালিকা প্রবাহে তাই বহমান সমাজ,
শ্রেণী আর সাধারণে।
স্বপ্নের ফানুস আকাশে উড়িয়ে
তার পানে চেয়ে থাকতেই
সুখ।
ফুঁ আর কে দেবে বলুন?


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)
Who will make the reforms?


In present era,
Ghost made its room in the mustard
Ads are going on to end corruption in
Colorful fancy wrapping but,
Today each and every field is covered
With the dense mist.
It is just impossible to invade and
Corruption to include in a list.
Corruption stretches its network
Each and everywhere,
Who will be agree to die
To bell the cat there!
All classes people and the society so indifferent
As the case may be,
They like to stay in dream
Radius in thee.
Who will make the reforms?