“হরিবোল”


বদলে গেছে দুনিয়া, বদলে গেছে মানুষের মন
হৃদয় মনন;
বদলের রকমফেরে আর বদহজমে
ঘোরতর জটিল হয়ে উঠেছে
জীবন।
শান্তির বাতাস হুতাশণে ঘোরে ফেরে
এ দ্বার থেকে ও দ্বার।
হিস হিস করে ওঠে ভৈরবে
ভুজঙ্গ।
রেসের ময়দানে ছল কপটতা সবই জায়েস
ভেদাভেদিতেই সুখ।
স্বল্পবাসিনী ললনার ছলনায় দিশেহারা
সমাজকূল।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সবেতেই
পশ্চিমী মাদকতা। জরাকাল ভস্মীভূত।
সাগর মন্থনে উসে আসে
হলাহল।
অগ্রগতির ফানুসে চেপে উব্ধাকাশে
মানব সভ্যতা।
হরিবোল হরিবোল।


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)


“Horibol”


The world has changed,
Human mind and soul has also been changed.
Indigestion always forms complexities
That took place in modern villages and
In the cities.
All we are going through differentiation with
incredible complex life
In that way that we alive.  
The wind of hatred engulf peace to
Gate to gate.
Peoples are submerged into the ocean of
Hate.
Hypocrisy took place in all fields
Jealousy and the fraud all they are
Built.
Ladies does not have discipline
The old age is burned and
Killed.
In each and all direction
They like to imitate the western
That has became their quaint
Passion.
Is it the way to climb peak of progress?
Can your tell and
Could guess.