"যাচনা"


আমি দেখেছি প্রভাতো রঙেতে,  রঙিন পাখির ঝাক
ঘুম নাই রাত ঢুলঢুলু আঁখ স্পন্দিত হাক-
ডাক।
জনরোলে প্রাণ গেয়েছি সে গান জীবনের জয়োগান
পীড়িত জনেতে দেখেছি জরাতে মৃতুর
কলতান।
দেখেছি লহুতে ধারাতে বহিতে নাফের নদীর জল
মানবতাহীন জীবিত জনাতে, ক্রুরতাতে
উচ্ছল।
দেখেছি শহরে নগরে নাগরে, বহিতে ধনেতে অতি
আবার দেখেছি শত শত নর, নারীর করুণো
গতি।
ধর্ষনে প্রাণ কেড়ে নিতে জন, দেখেছি কতনা শত
দুচোখ বয়েছে অশ্রু জলেতে, হৃদয় হয়েছে
ক্ষতো।
কপোতো কপোতি সুখের জোড়াতে দেখেছি প্রাণের শোভা
মাঠ ময়দান গান সেরেস্তাতে, জীবনের আলো
প্রভা।
দুঃখ দেখেছি পথে পথে রব পথই যাদের প্রাণ
কপোল বয়েছে অশ্রু বারিতে, লিখিতে দুখের
গান।
চাহি নাহি দুখ জন জনতার, আঁখিতে বারিতে ঢল
চাহি চাহি গান রবের দেশেতে, সুখ সে
সমুজ্জ্বল।