"কান্না-২"


(লেখাটি রূপকে লেখা, কিছু হিন্টস দিলাম কবিতাটি সহজে বুঝবার জন্যে। এ কবিতাটিতেও গরিব পরিবারের সুন্দরী তনয়াদের করুণ পরিনতির কথা উল্লেখ করা হয়েছে। হিরে আসলেই সুন্দরী তনয়া, কালিমা হল পরিবার (যেহেতু কয়লার খাদানেই হিরে পাওয়া যায়), "কালিমাতে লালিমা সে দীন তার নীড় অতি", অর্থাৎ সে  তার পরিবার অতি দীন আর "আলো ধারা প্রবাহেতে মিলে দিতে তারি প্রাণ, দীনো জনে পূজনেতে, দূর তাহে দিতে দান", অর্থাৎ পরিবার মাতা পিতা তাদের দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করে যে তাদের মেয়েকে ওরা অনেক ভাল কাজ দেবে, অনেক টাকা সে রোজগার করতে পারবে, সে আশায় তারা তাদের হাতে মেয়েকে ছেড়ে দেয়, দূর দেশে নিয়ে যাবার জন্যে। অবশেষে, "চমকিত শত বাজে আশমান ঘন ঘোর, চমকিত হতে হিরে, কুঠুরিতে শত দোর", অর্থাৎ, সে মেয়ে বিক্রি হয়ে যায়, তার চমক তো খেলে কিন্তু তা কুঠুরিতে শত খদ্দের কে খুশি করবার জন্য।


হিরে তায় খনি তায় দীপ্ত সে চমকেতে
ধারে তারি কতজনা শত কত চোখ
ফাটে।
কেহ গানে কেহ মানে ধরে নিতে চাহে ধরা
আগু পিছু যুযুধান, শত ছলে মনো-
হরা।
জ্যোতি তারি বিভাবসু চমকেতে ধাবমান
উজলেতে শত তারা রাত ভরা আশ-
মান
কালিমাতে লালিমা সে দীন তারি নীড় অতি
লোভিষ্ট্র কূজনেতে দেয় সবে ফাঁদ
পাতি।
আলো ধারা প্রবাহেতে মিলে দিতে তারি প্রাণ
দীনো জনে পূজনেতে, দূর তাহে দিতে
দান।
চমকিত শত বাজে আশমান ঘন ঘোর
চমকিত হতে হিরে, কুঠুরিতে শত
দোর।