"কান্না-৫ম"


মাতৃক্রোরে সুখের ধামে ভবের দুয়ার কোলে
এলাম কালের চাকায় অনেক যুগ কালেতে
দুলে।
শৈশবেতে অনেক হেসে লয় হলো দিন কাল
বাল্য হেসে খুললো যে দ্বার মধুর সুরের
তাল।
সে তাল স্রোতে অনেক ভেসে তড়িৎ বেগেতে
কৌশরে পা দিলাম মায়ের অনেক
স্নেহেতে।
গড়গড়িয়ে পথ সে চলা প্রেমের ধ্বনি রব
বাসতে সে প্রাণ অনুভবে লাগতে ভালো
ভব।
ভব দুয়ারে চক্র কালের ঘুরছে অবিরত
তারুণ্যেতে কর্ম হলো জীবন ধারণ
ব্রত।
স্বর্গের দ্বার খুললো দুয়ার সংসারেতে মন
জায়াই দেবী ভাবতে প্রাণে হৃদ সে
অনুক্ষণ।
কাল চক্রে হোঁচট খেতে থর হরির দেশে
আকুল পাথার বানের জলে গেলাম দুখে
ভেসে।
স্বর্গের দ্বার রুদ্ধ হলো করাল কপট রূপ
সংসার হয় মানতে যেমন হায় রে অন্ধ-
কূপ।
চক্র কালের নেই তো থেমে দ্বেষ বিদ্বেশ ছল
মা হলো দূর কাছে থেকেও জায়ার বাহু
বল।
আর তো কদিন ছল ছলনা ললনার ঐ ভারী
ওপার দেশে জীবন তো মা দেবেই যে মা
পাড়ি।
ওই পাড়ে তে তোমার স্নেহে তোমার প্রেমেই রবো
শান্ত আমি সুবোধ বালক তোমার আবার
হবো।