"কান্না-০৪"


স্বপ্নেরা ঝাকে ঝাকে প্রজাপতি অন্তরে
ছুটে ছুটে চলি হায়, ধূ ধূ ধরা
প্রান্তরে।
বালুকাতে রাশি রাশি বেদনাতে ঝরে প্রাণ
মরীচিকা ভ্রমে দিকে, হতাসার ধরা
গান।
ভাবি প্রাণ মেদিনীতে শান্তি সে যাক বয়ে
দেশে দেশে দিকে দেখি, লহু তার ধারা
বহে।
প্রেম ধন ইন্ধন গাহি কলি কবিতায়
ধর্ষণে নির্ভয়া, নুসরাত পোড়ে
হায়!
বেদনায় হত প্রাণ হয় শত কত ক্ষতো
নাহি নাহি মানবতা, দানবতা শুনি
ব্রত।
কবে ওহে ঈশ্বর আল্লাহ খোদা প্রভু
দগ্ধ এ পোড়া দেহ, নিরসন দিতে
কভু?