"বিলোকন"


শহর নগর বন্দরেতে শান শৌকত ভারী
সুঘ্রাণেতে বইছে নাগর মহল বাড়ি
গাড়ি।
স্বপ্নের ঢল আকাশ আজি ব্যস্ত জীবন কথা
হৃদয় পাষাণ যান্ত্রিকতার ছোঁয়ায় লেখা
গাথা।
গাথতে মালা ধন মানের ওই ছুটতে চলে পথে
বিধায় কাঁটা গরিব জনায় উড়তে চলে
রথে।
হিংসা দ্বেষ হিস হিস রব বাতাস ঘনায় ঘোর
হৃদ আকাশে তমায় রাতি আঁধার ঘন
ঘোর।
বৈঠা মাঝি মাস্তুলেতে ছিঁড়তে তুফান পাল
উজার ক্ষেতে আঁধার ঘনায় লক্ষ পঙ্গ-
পাল।
দানব রাজের ভূম সে গড়া ক্রন্দনেতে মাতা
মানবতার সোপান ভাঙা ভগ্নী জায়া
ভ্রাতা।
আজ ক্রুরতার তুফান তলে কান্ডারি নাই শির
ডুবতে চলে মরম আজি নাই আজি শূর
বীর।
ভাবতে চলি লিখতে কলি আর্ত সুরের বানে
দিতেই পুকার পণ সে নিতেই আজকে চলি
রণে।
আজ গড়িতে প্রেমের মহল মসির তুফান তুলি
দানব হৃদে গড়তে সে গড় কাব্যগাথায়
ভুলি।