“বেদি”


নারী ছলনাময়ী তবুও সে তো মা
কখনো সে রুদ্র কালী কখনো বা জগজ্জননী
উমা।


উর্বশী আমার গান উড়ো মেঘে দিলেম প্রাণ
বিনিময়ে কান্না পেলাম, গাইতে তার ওই প্রেমের
তান।


গনগনে রূপ হৃদয় চপল, কেউ গড়ে কেউ ভাঙে কপাল, হায় রে!
তার বিনেতে ধন্য নাহি, বেদনায় হতেই
রে লাল।


লালিমায় হৃদয় হরা, তার ঘ্রাণেতেই লুব্ধ ধরা,
নারী প্রাণ অন্ত রে ভব, স্বস্তি সে তো
মনোহরা।


সবে দিক ভ্রান্ত পথে অলীক ধরা কল্পনাতে
ক্ষুব্ধ হতেই হৃদয় তারা, বেদনার ছবি
আঁকে।


নৈবেদ্য দিতেই যদি সে হয় তরল নদী
ভালোবাসা আর সোহাগে, গড়িতে সে তল
বেদি।


“মিথ্যুক”


মিথ্যা ভূষণ মিথ্যা আসন আলয় গড়িতে সুখ
সত্যের নাহি জয়োগান আজি শুধুই ভালেতে দুখ।
দুখ দিয়ে প্রাণ
কে বা অম্লান!
আজি ধরাতল মিথ্যার বান, তাই সবাই মিথ্যুক।