(শেষ হলো মেঘের সাথে পথ চলা। আগামী কাল থেকে চালু হবে নতুন সিরিজ, "মুক্ত বিহঙ্গ")


"রেখা"


প্রেমের বুলি চায় সকলি ওষ্ট কোমল উষ্ণ শিসে
গরল ধরা কানায় কানায়, আজ ধরণী
তপ্ত বিষে।
বিষের ছোবল দশ দিশা মান ঘুর্ণিপাকের অশ্রুজলে,
নাই দিশা নাই মানব সকল, দীর্ণ সোপান
অশ্রু তলে।
ঝড় তুলে যায় চতুষ্পদী হিংস্রতারই বাষ্প বাণে
দেশ হতে দেশ দেশান্তরে, মাতছে তারা
প্রলয় গানে।
হিংস্র থাবা রক্ত ঝরায় কপোত সুখের নাইকো দিশা
দিক হতে দিক দিগন্তে ওই, ভয়াল দেখি
অম্ল নিশা।
তড়িত চকিত হানছে তারা লোলুপ হৃদে লহুর তল
অস্ত্র হাতে লুন্ঠনে ওই, হলাহলেই
গরল দল।
মারছে শিশু মারছে বিশু মারছে রে দল মানবতা
দু চোখ ধারা বন্যা চোখে, লিখতে তাদের
কতকথা।
আজ তুফানে হৃদয় ভারী অগ্নি বারির ধুম্র শিখা
চল রে হাতে অস্ত্র তুলি, গণ্ডি ওদের
বাঁধতে রেখা।


“বিলাই সাধু”


রাজনীতিতে রা নাই দা বেশ তো আছি ভালো
কাজ কী নাই ভাজতে খই দেখতে ওদের
কালো।
ওস্তাদ ওই বাজায় খোল মাঠ ময়দান ইস্টিশনে
পেচু বেচু কানা নারু; মোষ তাড়াতে ওদের
বনে!
দেশ ভাবনা জন হীতে; তারাই তো বেশ পায়াভারী
ঠ্যাং ভেঙে দেয় চেল্লা কাঠে করলে বেশি
বাড়াবাড়ি।
পিঁয়াজ যেমুন চোকলা অনেক ওদের তেমুন অনেক রূপ
ছালের পর ছাল ছাড়ালেও কাঁপবে নাকো ওদের
বুক।
তার চেয়ে বরং যেমুন তেমুন চলছি তো দা চলতি রা
অসুক বিসুক দুঃখ সুখে আপন পথেই মিলাই
পা।
বিলাই ওরা ভন্ড সাধু মাছ ছোয় দা চক্ষু বুজে
আগা থেকে গোড়া তকত, একটা ভালো পাবেন
খুঁজে?


“হাতি”


হরেন বাবুর পোলার নাতি কিনলো সে এক হোতকা হাতি
হরেন বাবুর গর্ব সে কী চড়েন তাতে দিবস রাতি,
তিনি এখন দুঃখ ভুলে
যা গেছে তা মাথায় তুলে,
হাতির পিঠে দর্পে ঘোরেন, মাথায় ধরে বিরাট ছাতি।


"মায়ের কোলে"


বৃষ্টি নামে অঝোর ধারায় বিজলি করক ডাকে
সোনামনি ভয় পেয়েছে, মা মা করে
হাঁকে।


মা নেয় কোলে; দুলে দুলে বৃষ্টি বাদল দেখে
ভয় নেই তো মায়ের কোলে, করবেটা কী
তাকে।


রুম ঝুম ওই পায়েল বাজে টিনের চালা ঘরে
ঘুম ঘুম চোখ ছোট্ট সোনার; মিষ্টি
চাপরে।