"প্রেমের সাথী"


(লেখাটি প্রিয় কবি জে আর এগ্লেস মহাশয়ার আজ প্রকাশিত কবিতা, জিভ, কমেন্টে কমেন্ট বক্সে তাৎক্ষণিক লেখা। লেখাটি তাকেই উৎসর্গ করলাম।)


জিহ্বা তোমার বসত আমার; মুখো-বিবর মধ্য তলে
কারিকুরি জুরি তোমার, নাই ভুবনে দিলাম বলে।
রস রসালো খাদ্য চাই
মেদ ভুড়ি বেশ বাড়াও তাই,
ঝুলছো দোদুল দোল দোল দোল, রসনাতেই আমার গলে।


শুধুই কী তাই বক বকমে; বেশ জোরালো খেলতে পারো
হটাৎ করে ভেঙেই দিতে, আবার; খই ফুটিয়ে বেশ তো গড়ো,
তোমার বকুম শত্রু বানায়
মিত্র আবার সোহাগ সোনায়,
তিন কুড়ি প্রায় বয়স হলো, এবার; খই ফুটাতে হিসেব ধরো।


আমি আবার কাব্য করি, তুমিই তো মোর প্রেমের সাথী
কৃষ্ণ কালো লিখতে ভালো, বেশ মিলনে জিহ্বা হাতই,
রাগ কোরোনা বলছি ভায়া
একটু হলেও কোরো দয়া,
জমকালো সব লিখতে ভবে, আলোক দিশায় প্রতিভাতি।