(মেঘের মেলা প্রায় শেষ, আর মাত্র দুই টা। এরপর শুরু হবে নতুন সিরিজ, "মুক্ত বিহঙ্গ"। নামেই বোঝা যাচ্ছে যে এই সিরিজটা আমি মুক্ত রাখছি, একটা বা একদিনের সব লেখাই প্রকাশ দিতে পারি। তবে যত ছোট করে প্রকাশ দেওয়া যায় সেটাই চেষ্টা করবো। সপ্তাহে একদিন বা দুদিন বেশি লেখা থাকতে পারে, প্রত্যেক দিন নয়)


"অবগাহন"


কাশের বনে শূন্য নদীর তীরে
       আকাশ তারা ফুটলো উঠে ধীরে;
উছল গাঙে মন হারাবার কূলে
       দুলকি চালে আসলো সে কায় দুলে।


বাজলো নূপুর ঝুম ঝুম ঝুম ঝুম
        হাসলো তারা বৃক্ষ লতা দ্রুম;
ফাগুন রঙে রাঙলো ভূতল তল
       স্রোত হারিয়ে স্তব্ধ নদীর জল।


অভিসারে মত্ত নয়ন তারা
       জ্যোছনা আলোক বদন তারি ধরা;
ঝঙ্কারেতে বাজলো নূপুর পায়
       হারিয়ে গেলেম ভূম সে তারকায়।


কমল যেমন মধুর তারি বোল
       মুক্তো ঝরা লাস্য তার ওই রোল;
অঙ্গে তার ওই বিজলি যেমন ধায়
       মন হারিয়ে তন সে দ্বারকায়।
বিজন কানন বায় সে দখিনায়
       ভাসতে চলি প্রেমের আঙিনায়;


বৈশাখী বায় ঝঞ্ঝা সে ঝড় তোলে
         ছুটলো তুফান উঠলো ডিঙি দুলে;
মিলন সুধার সোহাগ মাখি তন
        জ্যোছনা লোকে সম্ভোগেরই গান।


আকাশ তারা টিপটিপিয়ে আঁখি
        কপোত সুখের দেখতে ধরায় পাখি,
বাদল মাদল উষ্ণতার ওই ভূমে
           চন্দ্রাতপে জড়িয়ে কপোল চুমে।


আজ মাধুরী বান ডেকেছে বোল
         কপোল ধরা মিষ্টি তারি টোল;
টলটলিয়ে মিললো যে তার আঁখ
           চন্দ্রাতপে বায় ছড়িয়ে পাখ।


পাখ পাখালীর বন্য কলরোল
         আলিঙ্গনে উষ্ণ তার ওই কোল;
ধন্য আজি জীবন তারি সাথ
         আঁধার টুটে উঠলো নতুন প্রাত।