"ফাঁকি"


(লেখাটির সারমর্মঃ জন সাধারণ না মানলে সে আইনের সারবত্তা শূন্য)


হেই বুলবুল হিতাক কেনে হাত পা তোর ভাঙলো কে!
নাকটা ব্যাকা কপাল ফাটা হাতটা কেমন
ঝুলছে রে।


কোথায় গেল শিসটি তোর ওই ঠোঁট গুলি তো থেতলে গেছে!
তার মানে তুই খাইলি ধরা চলতে গিয়ে
ওদের পিছে।


দুই হাতে তোর কালশিটে দাগ, ল্যাম্পপোষ্টে বাঁনছে নাকী
পরকীয়ার ফল টি তো বেশ: আইন কানুন
পড়লো ফাঁকি।


ফাঁক ফোঁকরে আইন চলে সেইটা জুদি বুঝতে পেতিস
এই প্যাদানী পাট পাট ওই তাইলে কী রে
এমন খেতিস।


জন জনতা খেপলে ওরে; আইন কী আর রুধতে পারে!
পরকীয়া সিদ্ধ হলেও করলো তোরে
সেদ্ধ রে।