"মান"


(আমার প্রয়াত বাবা বলতেন, লাথ মারার আগে দেখো বুঝিয়ে শুনিয়ে সোজা পথে আনা যায় কী না! তাই সে চেষ্টাই করলাম। যে কোনও পার্টি হরতাল ডাকলেও চিকিৎসা পরিসেবা তার বাহিরে রাখে অথচ খোদ ডাক্তারেরাই আজ অমানুষিকতার চরম নিদর্শন রেখেছেন। ভাবি এরা কোন শিক্ষায় শিক্ষিত! ইমারজেন্সি বিভাগটা অন্তত তাদের চালু রাখা দরকার ছিল। আপাতত ভালো কথায় বুঝাতে চেষ্টা করলাম। কাজ না হলে লাথ মারতে কার্পণ্য করবো না)


এতটা অমানবিক হয়োনাকো; তোমরা জীবন দাতা
ভক্তি তোমায় সমাজ করে, জীবন লভে তোমার বরে
ওপর বালা জীবন দিলেও; মর্তে ওগো
তুমিই ত্রাতা।


মুমূর্ষু কাতর রোগী যন্ত্রণাতে কঠিন ব্যাধি
তাকিয়ে তোমার পানে; দষ্টি তুমি না দিলে গো
কঠিন পণে রাখলে ব্রত, জীবন ক্ষরণ ভবে;
বলো,  কোথায় ওরা যাবে, বলো
কোথায় ওরা যাবে।


প্রতিবাদের নানান ধরন; গতি তার ওই সেই প্রকরণ
সাধতে তোমার পণ; রইব পাশে তোমার দেশে
গাইতে তোমার গান।


ওগো, সমাজ তোমায় শ্রদ্ধা করে
রাখে তোমায় হৃদয় দ্বারে;
হারিয়ো না সে
মান।