"প্রেমের বুলি”


(লেখাটি আজ ফেসবুকে প্রিয় কবি মোজাহেদুর ইসলাম ইমন মহাশয়ের সাথে কথোপকথনে তার পাতায় লিখছিলাম আর তাকেই উৎসর্গ করে প্রকাশ দিলাম)


বিহঙ্গ মন, তারই করি আরাধন
দিবারাতি সই গাহিতে কহিতে
জীবনেরই জয়োগান।
কী হবে দ্বেষে হিংসাতে মেতে, ধরণীর এই তল
আকাশ বাতাস উদার হিয়াতল;
ফেলিতে হিংস্র করাল।
হাসিতে গাহিতে চলিতে ফিরিতে ক্রন্দনে গীত গাহি
দশ দিশা মান তপ্ত লহুতে
ব্যথার সাগর বহি।
নাফের নদীতে দেখেছি প্রলয়; সিরিয়াতে শত ঘাত
কপোল বহিছে অশ্রু ধারাতে
কবিতায় করি প্রতিবাদ।
হীনতার দেশে প্রতি বিদ্বেষে ঘনায় করাল ছায়
জনে জনে আজি রুদ্ধ দুয়ার
মানবতা হত প্রায়।
দুয়ারে দুয়ারে গাহিতে চলিতে ফেলিতে প্রেমের বুলি
পথে পথে গাই সৎ-ভাবনায়
ফেলিতে আপন ঝুলি।
অশ্রু বারিতে জড়িয়ে সে গীত; ক্রন্দন রোল ওঠে
দীপ্ত ধরণী নাই নাই আজি
সন্ধ্যা সাঁজ ও প্রাতে।
এসো এসো আজি ঝুলিতে আমারই মানবতা লই সাথ
দেবে কী দেবে না, দেবে আজিকে
বাড়ায়ে তোমার হাত।