"জয়োগান"


প্রভুগৃহ হতে আসিল
          যেদিন বীরের দল
গোলাপ মেলিল কুঁড়ি বাগিচায়
          সরোবরে শতদল।
উল্লাসে প্রাণ গাহিতে সে গান
          মুখরিত হিয়াতল
সিন্ধু ফেনিলো সুধাবারি তারি
          দূরীভূত খল ছল।
প্রভুগৃহ হতে আসিল যেদিন
          তাহারই সৈন্যদল।


ক্রুরতার সাজে আছিল যাহারা
          ফেলিতে হিংসা দ্বেষ
লহু ধারা স্রোতে; ভাসায়ে মেদিনী
          দানবের ধরা বেশ,
প্রতিরোধে শত, আঘাত হানিতে
          তাহারই বীরের দলে
দীর্ণ সে প্রাণ ধ্বংস সোপান
             কুচলিত পদতলে।


জয়োগান আজি গাহিনু রবেতে
          প্রণতি তাহারই গাহি
স্বপনে নেহারি সে বীর দলে
          আজিকে ধরাতে চাহি।