“দানবতা”


(লেখাটির সারমর্মঃ আজ স্বাধীনতার যে বেহাল অবস্থা তার জন্যে আর কেহ নয়, আমরা নিজেরাই দায়ী কারণ সে দায়ভার রক্ষা করা আমাদেরই দায়িত্ব ছিল, আমরা তা পারি নাই, হিংসা দ্বেষে অরাজক রাজ সৃষ্টি আমরাই করেছি, শ্রেণী বৈষম্য, ঘুষ, পোষণ তোষণ আমরাই করে যাই, দোষ স্বাধীনতায় নয়, দোষ আমাদের)


লজ্জিত ভাল লাল কতকাল, আর কত! কত শত কাল
ব্যর্থ প্রণয় বুলি;
দীর্ণ সোপানে হীন রহি কেনো,
অধরাতে সুর
তুলি।


মহান যে জন লক্ষ শত আঁধারেতে দিল প্রাণ
শোণিতের স্রেতে লহু প্রাণে মেতে, স্বাধীনতা
আরাধন।


লে লাজ কী রেখেছি স্মরণে, হৃদে কী নিয়েছি তুলি
যারা দিল প্রাণ পথে, লাল আর সবুজেতে,
সবই তো গিয়েছি
ভুলি।


তাহি আজি প্রাতে, দেখি নাই ভ্রাতে
নাহি কো ভগ্নী জায়া;
অবরোহ প্রাণ, হিংসারই গান
নাহি প্রেম নাহি
দয়া।


গড় সে গড়িল যারা, দিল সে স্বাধীন শ্বাস
দিতে কী পেরেছি মূল্য টুকুন,
মুক্ত বায়ুর
বাস।


নাই নাই রব উদিছে গগনে
সে দায় আজিকে-নেবে কে বলো?
ধবলা কী তারে পেরেছি রাখিতে
বাসিতে অনেক
ভালো।


এসো আজি রব দিতেছি বাতাসে
পুকারিতে মানবতা
আজি পণ, প্রাণ পণ,
রুধিতে সে কায়
দানবতা।


(গতকাল আমার লেখা কবিতা, "সুবাস", এর আমার করা অনুবাদ কবিতা)


“Fragrance"


My dear sister, thy remember mine?
A little!
What lies in sorrow or in joys!
Life is nothing but a  
Battle.
All we come here but will mingle with the infinity;
Time is infallible, doesn't have compassion
It will take us away and tis its
Divinity.
In the beach of life we engage ourselves
To create a lot of joy and the wealth,
Meanwhile the great time plays its
Whistle.  
Then, the God almighty
Stretch his kind hand to us all,
To collect our soul.
I have to go to his divine lap
Decorated under a coffin
From where I had
Been.
Will thy heart be heavy and dry?
Pour drops of precious pearl
From eye thy! Fragrance;
On the eve of
Good bye.


(মূল কবিতা)


“সুবাস”


ও বোহেনা ও বোহেনা, মনে কী পরে না
এতটুক!
কী বা সার সংসারে ভবের দুয়ারেতে;
কী বা সুখ কী বা
দুখ।
এসেছি হেথায় চলে যাব সবে সেথা
অনন্ত অসীমেতে;
কাল সে অমোঘ দ্বার
দয়া নাই, দয়া নাই, টেনে
নিতে।
তারি সৈকতে মেতে মৌতাতে
স্বপ্নের গড়ি গড়;
কাল সে তো থামে না তো
কভু থামে না তো
অতঃপর।
একদিন নাহি রবে কায়, বিধাতায়
রচিতে সে বনমালী;
কুড়ায়ে নেবে সে পরম হংস
মিলে দিবে তারি
ডালি।
সে ডালিতে সাজাতে কফিন
টেনে নিবে কোলে
ওই সে পারেতে বৈতরণীর
শেষ খেয়া
তলে।
সেদিন দুচোখে দু ফোঁটা
অশ্রুর অবকাস;
রবে কী মুক্তার দল বহিতে
সুবাস!