“অসহায়”
(জীবনমুখী গান)


আনবো মোরা প্রাণের জোয়ার আমরা অসহায়
নই নই নই, নই তো মারে-
নাই করিনে হায়।
আনবো মোরা প্রাণের জোয়ার আমরা অসহায়।


শোন রে মাতা নাইকো ব্যথা উড়তে মোরা পারি
দশ দিশাতে ধ্বজা তুলে গড়তে মোরা
পারি।


দিতেই পাড়ি রণ সে প্রবল সাহস বুকে বল
নইকো রে হীন, ঐক্য বিহীন-নই মোরা
দুর্বল।


সাত সাগরের লহর উছল বইছে রে মা হৃদে
নাই কাঁদি নাই, অঙ্গ বিহীন, তার ঐ
অবসাদে।


আজকে রুধির বইল ধারা, প্রেমের কলি গান
গাইছে তারা অশ্রু ধারা, বাসতে ভালো
প্রাণ।


ও দিদিভাই তোমায় সেলাম ধন্য তুমি ভবে
লহ হে প্রণাম ভগ্নী মাতা বইছে সুবাস
রবে।


আনবো মোরা প্রাণের জোয়ার আমরা অসহায়
নই নই নই, নই তো মারে-
নাই করিনে হায়।
আনবো মোরা প্রাণের জোয়ার আমরা অসহায়।


আমরা অসহায়, আমরা অসহায়
আমরা অসহায়।