“নমস্তুতে”


ফাগুন সোনার বর্ণে জীবন
জাগায় শাখে বোল
রোদ রুপালী বর্ণচ্ছটায়
চর্তুদোলায়
দোল।


দোল দুলুনি রূপের রানী
লাল লালিমায় গড়া
লাবন্যেতে সোনার মৃগ
চপল হৃদয়
কাড়া।


কারার প্রাচীল ভাঙলো আজি
মুক্ত সীমানায়
জাগলো কলি দল সে মেলি
সুঘ্রাণ দিয়ে
বায়।


বইলো বাতাস মলয় মৃদু
সুখ সে সমীরণ
জাগলো পলাশ জাগলো শিমুল
উদাস করা
মন।


জুবুথুবু সবাই কাবু
তপ্ত হলো আজি
নবান্নের ঐ সুবাস ঘ্রাণে
উঠলো হৃদয়
বাজি।


হর্ষ রবে হাসির দেশে
প্রাণের সীমানায়
কুহু কুহু বোল দিয়ে পিক
চার দিশাতে
ধায়।


ধন্য ফাগুন প্রাণের জলে
লিখতে চলি কলি
গাইতে পথে উদার প্রাণে
নমস্তুতে
বলি।