“সাম্যতা”


এসো দেখি
মেলি আঁখি,
কূজনাতে
দুজনাতে,
পাখা মেলি
পায়ে দলি,
জীর্ণতা,
দানবতা।


গাহি গান
সাম্যতা,
চলো গাহি
জয়োগান।


মানবেরে
চলো দ্বারে,
উদারতা
কতকথা,
বলি তারে।


গাহি গান
অম্লান,
বহি প্রাণ
জনে জন।


ব্যথা পাহি
পথে গাহি,
আমি রাহী
উত্তাল।


নাহি দিব
গ্লানি তব,
পরিনয়।
কভু নয় কভু নয়, কভু নয়।
কভু নয় কভু নয়, কভু নয়।


“পথভ্রষ্ট”


পথভ্রষ্ট পুরুষ যদি
না রইল সংসারে
সত্যনাশে প্রাণে ভেসে
কে বা দেবেই ধন
তারে।


বার বনিতা আর গনিকা
বলো তো ভাই কী খাবে;
আম কী আঁটি! ঘাস গুল্ম
তাতে কী ভায় কাজ
হবে?