“কাজল কালো”


কাজল কালো ওই আঁখিতে
দৃষ্টি আমার হারিয়ে গেল
কৃষ্ণচূরার লাল বিথীতে
মন মদিরা মাতাল
হলো।


উঠলো দুলে সবই ভুলে
আঁকলো ছবি হৃদয় মাঝে
তরঙ্গে ওই বাজল সে বীণ
ভৈরব ওই প্রভাত
সাঁজে।


সাঙ্গ হলো কালের দিশা
সুবাস প্রাণে বইলো ঘ্রাণ
নীল দরিয়ায় হারিয়ে পরাণ
গাইতে প্রেমের লহর
গান।


চাইতে দিশায় ওষ্ট নেশায়
আলিঙ্গনে বাঁধতে তারে
কমলিকার কোমল কটি
চুমতে তারে বারে
বারে।


বার বেলাতে গাইলো বাউল
একতারা ওই সুরের গান
ধন্য আজি পেলাম তোমায়
ধন্য হলো আমার
প্রাণ।