"আমি শরৎশেষের মেঘের মত শুভ্র ফেনা রাশি"


আমি শরৎশেষের মেঘের মত
              শুভ্র ফেনা রাশি,
পুঞ্জিত ক্ষোভ জমিয়ে বুকে
           উড়তে চলি দিক বিদিকে
গগন পানে আকাশ ভেলায়
          ভাসতে ভালোবাসি,
আমি, আমি শরৎশেষের মেঘের মত
             শুভ্র ফেনা রাশি।


ঝিলিক তোমার ওষ্টে কোমল
       অভিসারে মত্ত শ্যামল;
          মাল্য ডালিতে;
দূর হতে দূর, দূর চলে যাও,
         দূর সে নদে ভাসিয়ে নাও
       তার সে ঢুলিতে।


আমি বিঘ্ন পথে পরাণ ঢালি
          পথ সে চলিতে।
আমি বিঘ্ন পথে পরাণ ঢালি
             পথ সে চলিতে।


পুঞ্জিত ক্ষোভ জমিয়ে বুকে
           উড়তে চলি দিক বিদিকে
গগন পানে আকাশ ভেলায়
          ভাসতে ভালোবাসি,
আমি, আমি শরৎশেষের মেঘের মত
             শুভ্র ফেনা রাশি।


আকাশ যদি কোথাও ভাঙে
            তোমার ভরা কোটাল গাঙে
হিস হিস রব ফণার তানে
         আঁধার দেখো চোখে;
কুণ্ঠিত না হতেই সখী
      আমার পানে চাইতে সে আঁখ
    জড়িয়ে ধোরো বুকে।
আমি, আমি রইব তোমার দুখে  
     ও সখী, আমি, রইব তোমার
                 বুকে।