"নীল কণ্ঠি"


অজয় নদী প্রাণের নদী
               গাঁ মাটি তার দান  
অনেক স্মৃতি বইছে ধারায়
                  স্নিগ্ধ তপোবন।
প্রশান্তির ওই পরশ জড়া
            গাঙ সে কাশের ভূম
স্বর্ণ কমল গাথায় বাঁধে
            শাল পিয়া শাল দ্রুম।


কল্লোলে তার প্রশান্তির ওই
                  দিব্য কোলাহল
নীল কণ্ঠি স্রোত যে তার ওই
                  বইতে হলাহল।
রাখাল চলে নাইতে সে তার
                  সঙ্গী ছাগল গাই
গাঁয়ের বঁধুর এঁটো কাটা
               ঘাটের পোড়া ছাই।

বস্ত্র আদি নোংরা তেনা
                     যাগ যজ্ঞ ঘট
ভাসতে চলে ঊর্মি মালায়
                 সাজ ধরা সে পট।
অস্ত রবির অনুরাগে
               চিক চিক জল রাশি
হাট হতে জন গরুর গাড়ি
                ক্যাঁচরম্যাচর বাঁশি।


পাড় হতে খাত স্রোতের ধারা
                 সবজি আনাজ পচা
সব ফেলে দেয় নদীর জলে
              গায় ধোয় যায় বাসা।
মান নেই তার এক টুকুনই
                      স্নেহময়ী মাতা
অনেক বাসি, ভালোবাসি
             গাইতে তার ওই গাথা।