"অ ছেড়ি"


মাইয়া তোর ওই পরাণ তলত
হৃদয় মোর ওই বান্ধি,
তোর ওই লগত দিন বই রে......
রাত ভর মুই
কান্দি।


অ ছেড়ি তুই পাল তুলি অই
পিরিত করস কারে,
মোর ওই ভাষা প্র্যামের ন্যসা
বুঝতে পারস
নারে।


তর অই শরীল চিতল হরিণ
বক্ষে সুধার ঝোরা,
দিন রাত মুই দেইখ্যা তোরে
মন যে পাগল-
পারা।


অ ছেড়ি তুই মোর ওই প্রাণে
আয় না তুলি পাল,
আলতা সিঁন্দুর সুহাগ আদর
চুমাই ভরাই
গাল।