"হলাহল"


জীবনের সিংহদ্বারে পশিনু যে-ক্ষণে
           অবাক চোখে চাহিয়া দেখিনু
দেশে দেশে জনে জনে, ক্ষণে ক্ষণে;
          ধূল সে উড়ায়ে হিংসা জড়ায়ে
       ধাবিতেছে রণে।


গৃদ্ধের বোলে শঠতার দোলে
                    দুলিছে দিবস রাতি,
কাননে বিজনে রোদনে গাহিছে
                      বিহঙ্গ দিবা রাতি।
ক্ষয়িষ্ণু লাসে স্রোত ধারা রসে
                   তটিনী কাঁদিছে হায়!
জাত পাত দ্বেষে, বিদ্বেষে,
                   ভুজঙ্গ ফণাতে ধায়।


জননী দেউলে ঠুকিতেছে শির
                         না জানি কী হয়!
শঙ্কার দোলে তাপিতো হিয়াতল
                     দিকে দিকে অবক্ষয়।
নারী জাতি মান, নাহিকো সম্মান
                       বন্যতা করে রাজ
ধূলিতে মিশিছে ইজ্জৎ তারি
                       লুটিছে ভূষণ তাজ।
    
ভ্রমেতে ক্ষণেতে মাতিছে মানবো
                        সত্যের নাই দিশা
ভানু করে আজি ঘনায় কুপিত
                        চৌদিকে তমানিশা।
জীবনো তরণী বহিতে ধরণী
                      পশিনু গরলো তল
সিংহদ্বারেতে ওগো, নাহি নাহি প্রেম;
            বিষাক্ত হলাহল।