ঈদের গান"


আজি চাঁদ রাত, আজি  চাঁদ রাত, চাঁদ রাত আজি এলো রে
রমজানের ওই রোজার শেষে, পুরস্কারের আজকে রাতে  
এক ফালি চাঁদ নবীন বেশে, দ্বীনের দেশে উঠলো রে।  
আজি চাঁদ রাত, আজি চাঁদ রাত,
চাঁদ রাত আজি আসলো রে।
গোসল করি সুরমা ধরি ঈদগাহেতে চল রে সবে,
নামাজ আদায় আজকে ঈদের; শত্রু আজি
নাই রে ভবে……. ঈদ এসেছে, ঈদ এসেছে,
ঈদ এসেছে।
আজ পরিধান বস্ত্র নতুন; ইবাদতেই আজকে পরাণ
আজ ওয়াজিব নামায আদায়, আজ খুৎবার;
চল গাহি গান। আজ খুৎবার; চল গাহি গান।
ঈদ এসেছে এক ফালি চাঁদ;
এক ফালি চাঁদ নতুন বেশে, দ্বীনের দেশের খুললো রে দ্বার;
পুরস্কারের আজকে রাতে; রমজানের ওই মাসের
পর।  
আজি চাঁদ রাত, আজি চাঁদ রাত,
চাঁদ রাত আজি আসলো রে…….
আজ ফিতরা দীন জনেতে বাটবো আজি জনে জনে
উচ্চ নিচু ভেদ নাই আজ, মাতবো রে আজ
প্রাণের গানে…….. ঈদ এসেছে, ঈদ এসেছে,
ঈদ এসেছে।


বি।দ্রঃ  খুৎবা- (ইসলামিক বক্তব্য) ঈদের নামাযের ক্ষেত্রে তা নামাজের পরে প্রদান করার নিয়ম ইসলামে রয়েছে। ইসলামের বর্ণনা অনুযায়ী ঈদের নামাজের শেষে খুৎবা প্রদান ইমামের জন্য সুন্নত;  শ্রবণ করা নামাযীর জন্য ওয়াজিব।