"মিতা"


পাঠাইলে আজি মৃত্যুর দূত
                     আমারই ঘরের দ্বারে
নাহি নাহি নাহি এতটুকু দুখ
                    ছেড়ে যেতে অবনীরে।


সে কূল নীড়ে, কেন পাঠাইলে তারে;
                        শুধাই দেবতা মম
শিশু প্রাণ যেথা; কচি কাচা যত
                        কুসুমো কলির সম।


কহিতে কী পার কোন সে সাজাতে
                     বহিছে রুধির ধারা
কাঞ্চন সম নিখাদ যাহারা
                      হরিলে তাদেরই ধরা!


চলে যাব দুখ, এতটুকু নাই
                       দূত সে তোমারই সাথে
শুধাই শুধুই কেন ওহে দেব
                       কলঙ্ক তোমারই মাথে!


রণেতে মাতিছে সৃজন তোমারই
                      দেখিতে কী পাহ নাহি
সাধারণে প্রাণ লহু তলে ধরা
                       আজিকে হিসাব চাহি।


প্রদূষিত তব হৃদয় কেন হে;
                       কহ ওহে পিতারই পিতা
বক্র তোমারই দৃষ্টি কাহাতে
                        কেই বা তোমার মিতা?