"দুখ"


কোলাহল তো বারণ হল
                এখন কাজের বেলা
ভুঁই ফুঁরে কী আসবে দানা
               গোল্লা ভাতের দলা।
মজদুর ভাই কোদাল ধর
                কৃষাণ তোমার হাল
আমরা কবি লিখতে চলি
                হাজার পঙ্গপাল।
ক্ষেত উজারে ফসল ফলাও
                তাঁত বুনো ভাই তাঁতি
আমরা অলস লিখেই কাটাই
                কলম দিবস রাতি।
তোমায় চোষে জমিদারে
                সুদ ব্যাপারী রাজা
আমায় চোষে কাগজ কলম
                মোরা, ভৃত্য তারই প্রজা।
তোষণ করে সবাই আমায়
                পোষণ করে নাকো!
আমার কাজে মাকাল ফলে
                 দু চোখ মেলে দেখো।
আমরা কবি এই সমাজের
                   চিত্র এঁকে যাই
নিত্য বেলা ভাষণ কটু
                 ঘর বাইরে পাই।
তোমরা নীরব কাজটি কর
                 পান্তা ভাতেই সুখ
কাজ ফেলে দি পায়েই মোরা
                 সইতে হাজার দুখ।