"রসে বসে", (দ্বিতীয় ভাগ)


নিরেন খুড়ি শান্ত অতি
হটাৎ কেন রব
চিল্লান কেন দিন মানেতে
করেন কলো-
রব।
খুড়ো তো ভাই মারলো কবি
দিন কয়েক ই আগে
বৌমা দিল ঝাল খাবারে
খুড়োর দেহ
ত্যাগে।
হটাৎ খুড়ি বেদম রাগে
গাল দেন কেন তাকে
আবার কী ভাই হলো কিছু
তারই রাঁধা
পাকে!
বৌমা তো ভাই একটি কথাও
চুপটি করে রয়
আশপাশ সব বাড়ির লোকে
বৌমা ভালো
কয়।
হটাৎ কবির ইচ্ছে হলো
দেখতে অন্দরেতে
চুপটি করে বেড়ার ফাঁকে
আঁখ দিল তার
পেতে।
থ মেরে যায় কবি মশাই
বৌমা হাতে ঝাড়ু
কবির পিছে আর জুটে যায়
হামা গোপাল
নাড়ু।
থেকে থেকেই ঝাড়ু দেখায়
বৌমা খুড়ির পানে
মুখ বেঁকিয়ে হাসতে সে রয়
খুড়ির ধরা
গানে।
শেষমেস ভাই হবার যা
তাই তো হতেই হয়
বৌমা ছেলে বেশ বাঁধে ঘর
খুড়ি আশ্রমেতে
হায়!