"সমর্পণ"


যে যেখানেই থাক না কেন, সাত সত্য এটাই যেন,
অন্তিমে প্রাণ পাখি;
পাখনা মিলে দূর আকাশে, উড়াল সেথায় দিবেই ভেসে
কায়ায় দেবে
ফাঁকি।  
আহার বিহার নিদ্রা যাপন, পশ্চিমী বা দেশ সনাতন,
হীরক রাজার দেশে,
কাল যাপনে রাত্রি দিনে, আহার কী বা বাহার বিনে,
যাবেই সে তো
ভেসে।
যুগ যুগ কাল নিত্য ধরায়, কান্না অঝোর ধারায় ঝরায়
করাল গ্রাসের গান;
বিষয় আসয় রইতে পিছে, যম যেন এক কাঁকড়া বিছে
কেড়েই নিতে
প্রাণ।
পঞ্চভুতে জন্ম দেহ, অমর কোথাও নাই গো কেহ
দুঃখ নিবারণ;
কী হবে গো হিংসা দ্বেষে, বিদ্বেষেরই বীণেই ভেসে
হিস হিস রব
তান।
তাই আহ্বান ডাকতে সবে, ভালোবাসা প্রেমের রবে
হৃদয় সমর্পণ;
যে 'ক টি পল রইতে ধরায়, গাইতে চলি প্রেমের ধারায়
কোকিল কুহু
তান।


(লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)


“surrender”


One day
All we have to surrender in front of death
How splendid or cheap the life it may!
In the path to eternal, you, me and
They.
It is flowing in rhythm
Since the time of creation.
No one could get escape from it,
The great time never deviate
A little bit.
What could we get out of jealousy and enmity?
Making war in the society!
We have been created by the nature and
One day it will merge in it along with
The entire feature.  
So, the friend, I am calling you
To come in peace and tranquility;
Not to be a giant,
Making journey of life smooth and
Pleasant.