“লাথি”
(দয়ার সাগর বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি ভাঙার প্রতিবাদে লেখা)


করাল গ্রাসে তপ্ত হিয়া গৃদ্ধ করে রাজ
কৃষ্টি আজি ধূলোয় মেশে
ছোঁ মেরে যায়
বাজ।
শাণিত কৃপাণ লও হাতে লও সুস্থমনা জনে
হানতে বাড়ি প্রবল আঘাত
বিকার ধরা
প্রাণে।
শুধাই ওরে মহান যে জন রক্তে মিশে রয়
লক্ষ কোটি হৃদ মাঝারে
দীপ্তি প্রকাশ
পায়।
মূর্তি তার ওই মূর্ত প্রতীক সত্য সাধন ব্রত
বুক কাঁপে নি! সাধতে তারে
হানতে আঘাত
ক্ষতো।
যে জন ধনী জ্ঞানের আধার দিব্য সমুজ্জ্বল
পাষাণ হৃদে কোন ছলনায়
করলি আঘাত
বল!
ভাঙতে সে চাঁই রাজনীতি ওই হিংস্র কপট ছল
মারতে লাথি তাদের পিছে
এগোও তরুণ
দল।